পূজার অনুষঙ্গ

শারদীয় দুর্গোৎসবের আর বেশি দেরি নেই। পূজায় নানা ধরনের অনুষঙ্গের প্রয়োজন হয়। কাঁসা বা পিতলের উপকরণ ব্যবহৃত হয় বেশি। বগুড়ার শেরপুর উপজেলার সান্যালপাড়া এলাকায় শ্রীশ্রী রাধা-কৃষ্ণের লীলা স্মরণানুষ্ঠানে পূজার উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

পিতলের তৈরি করতাল
বাহারি নকশার ঘট
পিতলের তৈরি পঞ্চপ্রদীপ
পূজায় ব্যবহৃত পিতলের কিছু সরঞ্জাম
পিতলের আসন
বাহারি নকশার ছোট–বড় থালা
বিভিন্ন প্রদীপ
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পূজার বিভিন্ন অনুষঙ্গ
পূজার বিভিন্ন উপকরণ কেনা–বেচা চলছে