এবারের ঈদে কোন ধরনের পোশাক নিয়ে আগ্রহ থাকছে বা ডিজাইনাররা কেমন পোশাক বাজারে আনছেন—ইতিমধ্যে এসবের খোঁজে নেমে পড়েছেন অনেকে। চট্টগ্রামের এমন ফ্যাশনপ্রেমী আর ফ্যাশন ডিজাইনার—দুই পক্ষকেই গত শুক্রবার সন্ধ্যায় পাওয়া গেছে এক ছাদের নিচে। একঝাঁক তরুণ ডিজাইনারকে নিয়ে নগরীর হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত হয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদফ্যাশন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৬টি বিভাগে ৩৮ জন ডিজাইনারের ২২৮টি পোশাক জমা পড়ে। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৪২টি পোশাক চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। আলোঝলমলে মঞ্চে বাহারি এসব পোশাক পরে দ্যুতি ছড়ান মডেলরা।