পাবনায় বাউত উৎসব

পাবনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউত উৎসব। এ উৎসবে পলো, জালসহ বিভিন্ন উপকরণ নিয়ে দল বেঁধে বিলে মাছ ধরতে নামে শৌখিন মৎস্যশিকারিরা। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হয় মাসব্যাপী এই উৎসব। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মাছ ধরা। এ উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন উৎসাহী লোকজন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার রহুল বিলের চিত্র নিয়ে আজকের ছবির গল্প।

ভোরের আলো ফোটার আগেই বিলের পাড়ে মৎস্যশিকারিরা।
ভোরের আলোয় জাল দিয়ে চলছে মাছ শিকার।
পলো নিয়ে যাচ্ছেন মৎস্যশিকারিরা।
প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন বয়সের শিকারিরা আসেন বিলে।
জাল হতে মাছ ধরার প্রস্তুতি।
তুমুল উৎসাহ নিয়ে চলছে মাছ শিকার।
একটি মাছ পেয়েছেন, আরও পাওয়ার চেষ্টা।
মাছ শিকারের পর উঁচিয়ে দেখাচ্ছেন একজন।
বোয়াল পেয়ে বেশ খুশি এক শিকারি।
কেউ মাছ পেয়েছেন, কেউ ফিরছেন খালি হাতে।