বিজ্ঞান উৎসব ২০২২

বিজ্ঞান মজার, বিজ্ঞান উপভোগের। বিজ্ঞানী হতে হবে, ভালো মানুষ হতে হবে—এমন নানা মন্ত্র নিয়ে ঢাকার পর চট্টগ্রামে হলো বিকাশের সহযোগিতায় বিজ্ঞান উৎসব। শনিবার চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি সড়কের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন নিয়ে হাজির হন সকাল থেকে। ছিল কুইজ প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির পায়রা উড়িয়ে উৎসব উদ্বোধন করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে ছিল নাচ–গান, জাদুসহ নানা আয়োজন। অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

পায়রা উড়িয়ে বিজ্ঞান উৎসব উদ্বোধন করেন অতিথি ও শিক্ষার্থীরা
পায়রা উড়িয়ে বিজ্ঞান উৎসব উদ্বোধন করেন অতিথি ও শিক্ষার্থীরা
কুইজের উত্তর লিখতে ব্যস্ত শিক্ষার্থীরা
কুইজের উত্তর লিখতে ব্যস্ত শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা উৎসবে হাজির হন নিজেদের নানা উদ্ভাবন নিয়ে
নিজেদের উদ্ভাবন দেখাতে ও এর বর্ণনা দিতে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করেন নিজেদের উদ্ভাবন দেখাতে ও এর বর্ণনা দিতে
নিজেদের উদ্ভাবন দেখাতে ব্যস্ত শিক্ষার্থীরা
উৎসবে জাদু প্রদর্শন করা হয়
নাচ পরিবেশন করছেন বন্ধুসভার এক বন্ধু
গান পরিবেশন করেন বন্ধুসভার দুই বন্ধু
প্রশ্নের উত্তর দিচ্ছেন অনুষ্ঠানে আগত অতিথিরা
পুরস্কার তুলে দেওয়া হয় সেরাদের সেরা এই শিক্ষার্থীকে
বিজ্ঞান উৎসবে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা