রিমালের বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। মূল সড়ক, অলিগলির পাশাপাশি বাসাবাড়িতে পানি জমে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছায়। ছবিগুলো নগরের বিভিন্ন স্থান থেকে তোলা।

কোমরসমান পানিতে সাইকেল কাঁধে নিয়েছেন এক ব্যক্তি। সিডিএ সড়ক।
পানিতে থই থই সড়ক। চকবাজার এলাকা।
মেয়েকে কোলে নিয়ে পানি মাড়িয়ে সড়ক পাড় হচ্ছেন এক ব্যক্তি। কাপাসগোলা এলাকা।
হঠাৎ গর্তে পড়ে গেছেন এই ব্যক্তি। মুরাদপুর এলাকা।
কোমরসমান পানি থাকায় ভ্যানে করে যাচ্ছেন লোকজন। মুরাদপুর এলাকা।
চকবাজার কাঁচাবাজার এলাকায় পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন লোকজন।
পানি ডিঙিয়ে বাজার করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি।
বাসায় পানি উঠে গেছে, তাই তারা অবস্থান নিয়েছে খাটে। আছে পোষা বিড়ালও।
অলিগলির দোকানে পানি উঠে গেছে।
বাসার ভেতরে পানি।
বাসায় ওঠা পানি সেচে ফেলছেন একজন।
খাবার বিক্রির দোকানে জমে আছে পানি।