গ্রামেও এখন আর কাঠের খড়ম, ঢেঁকি, হারিকেন কিংবা বদনাসহ পিতলের তৈরি তৈজসপত্র বেশি দেখা যায় না। হারিয়ে যেতে বসা জিনিস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে কুমিল্লা নগরে অবস্থিত কুমিল্লা জাদুঘর। দুই হাজারের বেশি দুর্লভ জিনিসপত্র রাখা আছে এই জাদুঘরে। ছবিগুলো সম্প্রতি তোলা।
আশির দশকে এই ক্যামেরা দিয়ে স্টুডিওতে সাদা–কালো পাসপোর্ট সাইজের ছবি তোলা হতোএখনকার মতো আগে ঘরে ঘরে টিভি ছিল না। কোনো কোনো বাড়িতে সাদা–কালো টিভি ছিল।রেকর্ড করার যন্ত্র এটি। গত শতকের ষাটের দশকে এসব যন্ত্রের ব্যবহার করতে দেখা যেতএকটা সময় ঘরে ঘরে কাঠের তৈরি খড়ম ব্যবহারের চল ছিল। এখন এ খড়ম দেখাই যায় নাগৃহস্থালি জিনিসপত্র তৈরিতে একসময় এই পিতলের বদনা ব্যবহার হতোজ্বালানি তেল দিয়ে জ্বলতো হাতে বহনযোগ্য হ্যাজাক লাইট। এই লাইটটি ব্রিটিশ আমলে তৈরিএখন হাতে হাতে মুঠোফোন। একটা সময় ঘরে থাকা ল্যান্ডফোনে কথা বলা হতোএকসময় প্রায় সব বাড়িতে জ্বলতো হারিকেনজাদুঘরে ঘুরে ঘুরে হারিয়ে যেতে বসা জিনিসপত্র দেখছে কয়েকজন খুদে দর্শনার্থী