লাল-সবুজের পতাকা

প্রতিবছর ডিসেম্বরের শুরু থেকে বিজয় দিবস পর্যন্ত জাতীয় পতাকা বিক্রির উৎসব শুরু হয়। লাল–সবুজের এই পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দরজিরা। আকার অনুসারে ৪ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা মূল্যের এসব পতাকা তাঁদের কাছ থেকে কিনে নিয়ে যান মৌসুমি বিক্রেতারা। পরে সড়কে সড়কে ঘুরে এসব পতাকা বিক্রি করেন তাঁরা। সড়কে লাল–সবুজের এই দৃশ্য নজর কাড়ে সবার। ছবিগুলো চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

লাল–সবুজ পতাকা সেলাই করা হচ্ছে।
লাল–সবুজ পতাকা সেলাই করা হচ্ছে।
সবুজের মাঝখানে টকটকে গাঢ় লাল বৃত্ত মাপ দিয়ে কাটা হচ্ছে।
সেলাইয়ের পর লাল–সবুজ পতাকা বিক্রির জন্য টাঙিয়ে রাখা হচ্ছে।
দরজির কাছ থেকে কেনার জন্য পতাকা দেখছেন মৌসুমি বিক্রেতারা।
পতাকার পাশাপাশি বিক্রি করা হয় নানা স্টিকার ও বেল্ট।
বিক্রির জন্য পতাকা কাঁধে নিয়ে সড়কে সড়কে ঘুরছেন এই বিক্রেতা।
এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে হেঁটে এই পতাকা বিক্রি করেন তাঁরা।
হাতের বেল্ট দেখছে দুই শিশু।
লাল–সবুজ পতাকা।
কেনার জন্য পতাকা দেখছেন এক ব্যক্তি।