পানি নামছে, ভেসে উঠছে বন্যার ক্ষত

সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যার পানি যত কমছে, ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। স্রোতে ভেঙে গেছে বিভিন্ন সড়ক। অনেক সড়ক এখনো পানির নিচে। বাড়িঘরও হয়ে আছে পানিবন্দী। কানাইঘাটের রায়গড়, নিজ চাউরা উত্তর গ্রাম ও কানাইঘাট-সুরইঘাট সড়ক থেকে গতকাল শনিবার ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।

পানির তোড়ে ভেঙে গেছে গ্রামের রাস্তা। সেই পথেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক চালক।
পানির তোড়ে ভেঙে গেছে গ্রামের রাস্তা। সেই পথেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক চালক।
নিউ চাউরা উত্তর গ্রামের সড়ক বেহাল।
নিউ চাউরা উত্তর গ্রামের সড়ক বেহাল।
ভেঙে যাওয়া সড়ক দিয়ে চলাচলের উপায় নেই।
ভেঙে যাওয়া সড়ক দিয়ে চলাচলের উপায় নেই।
সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা।
বন্যার পানি কমার পর ক্ষতিগ্রস্ত ঘর ঠিক করছেন নিউ চাউরা উত্তর গ্রামের দুই বাসিন্দা।
পানি নেমে যাওয়ার পর ঘর মেরামত করছেন নিউ চাউরা উত্তর গ্রামের আবদুল হাশিম।
বন্যার পানিতে ভিজে গেছে কাটা ধান। তা রোদে শুকাচ্ছেন নিউ চাউরা উত্তর গ্রামের নূর উদ্দিন।
পানিতে ভেজা লেপ-তোশক রোদে শুকাতে দিয়েছেন কানাইঘাট পৌর শহরের রায়গড় এলাকার এক নারী।
কানাইঘাট সদরের কুরারপাড় এলাকায় পানি এখনো পুরোপুরি নামেনি।
এখনো পানিতে তলিয়ে রয়েছে কানাইঘাট সদরের বিভিন্ন সড়ক।