সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যার পানি যত কমছে, ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। স্রোতে ভেঙে গেছে বিভিন্ন সড়ক। অনেক সড়ক এখনো পানির নিচে। বাড়িঘরও হয়ে আছে পানিবন্দী। কানাইঘাটের রায়গড়, নিজ চাউরা উত্তর গ্রাম ও কানাইঘাট-সুরইঘাট সড়ক থেকে গতকাল শনিবার ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।