বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর মোকামে সপ্তাহজুড়েই বড় পরিসরে কাঁচা মরিচ বিক্রি হয়। শাজাহানপুর, নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, কাহালু উপজেলার বিভিন্ন মাঠে আবাদ করা কাঁচা মরিচ এই মোকামে বিক্রি হয়। বর্তমানে মোকামে পাইকারিতে প্রতি মণ মরিচ ৯ হাজার থেকে ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রি হওয়া কাঁচা মরিচ বস্তায় ভরছেন শ্রমিকেরা। মোকামে বিক্রি হওয়া কাঁচা মরিচ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ট্রাক ভরে নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি মাঠ ও মোকামের কয়েকটি ছবি নিয়ে এই গল্প।
মাঠ থেকে কাঁচা মরিচ তুলছেন নারীরা। সারা দিন মাঠে মরিচ তোলার কাজ করে একজন নারী ৩০০ টাকা মজুরি পান।দল বেঁধে খেত থেকে মরিচ তোলায় ব্যস্ত নারীরা। বিক্রি হওয়া কাঁচা মরিচ বস্তায় ভরছেন শ্রমিকেরা। আড়তে বিক্রি হওয়া কাঁচা মরিচ বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হবে। মরিচের বস্তা ট্রাকে তোলার প্রস্তুতি চলছে।মোকামে বিক্রি হওয়া কাঁচা মরিচ।মরিচ বিক্রির জন্য আড়তে এসেছেন এক কৃষক। বাতাস যাওয়া–আসার জন্য আগুন দিয়ে মরিচের বস্তায় ফুটা করা হচ্ছে।আড়তে মরিচ বিক্রি করে টাকা বুঝে নিচ্ছেন কৃষকেরা।ট্রাকভরা মরিচ যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে।