কর্ণফুলী নদীতে সাম্পান খেলার আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র। এই খেলা দেখার জন্য অনেকেই নৌকা ভাড়া করে সেখানে আসেন আর কর্ণফুলী নদীর দুই তীরে হাজারো মানুষ ভিড় করেন। এবার প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি সাম্পান। একটি সাম্পানে ১০ জন করে প্রতিযোগী ছিলেন। গতকাল শুক্রবার তোলা ছবি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আলাদা আলাদা জার্সি ও সাম্পানের নম্বর দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য টহল দেয় কোস্টগার্ড বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করা হয় ৮টি সাম্পান প্রতিযোগিতায় অংশ নেয় উল্লাস করছে নৌকায় থাকা দর্শকেরাজাহাজের ওপর দাঁড়িয়ে খেলা দেখছেন কয়েকজন দ্রুতগতিতে সাম্পান চালিয়ে আগে পৌঁছানোর চেষ্টা করছেন প্রতিযোগীরা নৌকায় করে খেলা দেখতে আসেন নারীরাসাম্পান চালিয়ে সবার সামনে চলে যায় হলুদ জার্সি দল শেষ মুহূর্তে আগে যাওয়ার চেষ্টা হলুদ জার্সি পরিহিত চরপাথারঘাটা কর্ণফুলীর তারেক মিস্ত্রি চ্যাম্পিয়ন হন কাঁটাতারের ফাঁক দিয়ে দর্শকেরা খেলা দেখার চেষ্টা করছেন।