ঐতিহ্যবাহী জামদানি শাড়ির আবেদন চিরন্তন। বিভিন্ন উৎসব–আয়োজনে নিজেকে সাজাতে বাঙালি নারীর পছন্দের তালিকায় শুরুর দিকেই থাকে জামদানি। তবে এখন জামদানি শুধু শাড়িতে সীমাবদ্ধ নয়; বরং জামদানি নিয়ে ব্যাগ, মালা, জুতাসহ নানা পণ্য তৈরি হচ্ছে। জনপ্রিয়তাও বেশ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে জামদানি শাড়ি ও জামদানি পণ্যের ছবিগুলো তোলা হয়েছে—