কুমিল্লায় পুষ্টি-প্রথম আলো বিতর্ক

‘যোগ দাও মুক্তির মেলায়’ স্লোগান নিয়ে গতকাল বুধবার কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। বিতর্ক উৎসবে কুমিল্লা অঞ্চলের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নিবন্ধন করে। ফাইনালে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কুমিল্লা জিলা স্কুল অংশগ্রহণ করে। এতে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কুমিল্লা জিলা স্কুল রানার্সআপ হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শুরু হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শুরু হয়।
এ সময় জাতীয় সংগীতকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকসারিতে থাকা শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী পর্ব উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাসের।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা।
শ্রেণিকক্ষে চলছে প্রথম পর্বের বিতর্ক।
নির্দিষ্ট সময় শেষ হলে বেল বাজিয়ে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়।
‘আমিই বাংলাদেশ’ বিষয়ে বারোয়ারি বিতর্কে বক্তব্য রাখছে এক শিক্ষার্থী।
উৎসবে ছিল টি কে গ্রুপের পুষ্টির একটি স্টল। শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা পণ্য দেখে ক্রয় করছেন।
চলছে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।
বারোয়ারি বিতর্কের চ্যাম্পিয়ন ক্রেস্ট নিচ্ছে প্রধান অতিথির কাছ থেকে।
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় (ডানে) এবং রানার্সআপ দল কুমিল্লা জেলা স্কুলের বিতার্কিকেরা।