ব্রিটিশ আমলে বসতি গেড়েছিলেন পূর্বপুরুষ। সেই থেকে পুরান ঢাকার বংশালের আগা সাদেক রোডের মিরনজিল্লার সুইপার কলোনিতে বসবাস তাঁদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদের মুখে এখন পূর্বপুরুষের সেই বসতি ছেড়ে যাচ্ছেন এই কলোনির একাংশের বাসিন্দারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বুধবার হরিজন সম্প্রদায়কে বাসা ছাড়তে সময় দিয়েছে দুই দিন। এ সময়সীমা শেষ হলে ভেঙে ফেলা হবে বসতি।হুমকির মুখে বাধ্য হয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিতে সুমন দাশ ও তাঁর মেয়ে সুমি রানী মালামাল গোছাচ্ছেন।সে–ই ছেড়ে যেতে হবে এই ঘর, তাই বাসার মালামাল গোছাচ্ছেন একজনবাসার মালামাল গোছাচ্ছেন রাজন দাশবাসার মালামাল গোছাতে স্বামীকে সাহায্য করছেন শ্রীমতী চন্দনা রানী দাশখুলে ফেলা ফ্যানের অংশবিশেষ পরিষ্কার করছেন মন্টু দাশখালি বাসায় ঝুলছে তালাভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি বাসাযাওয়ার সময় আলমারি ফেলে রেখে গেছে এক পরিবারইতিমধ্যে ভেঙে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অনেক বাসা