শীতে ব্যস্ত নারকেল ব্যবসায়ীরা

শীতকাল মানেই পিঠার মৌসুম। তাই এ সময়ে বাড়ে নারকেলের চাহিদা। ব্যস্ততা বাড়ে নারকেল ব্যবসায়ীদেরও। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নারকেল কিনে আনেন তাঁরা। পরে ছোবড়া আলাদা করে বিক্রির জন্য নারকেল পাঠিয়ে দেন দেশের বিভিন্ন স্থানে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার খালের পাড়ে দেখা গেছে নারকেল ব্যবসায়ীদের এমন ব্যস্ততার চিত্র। ছোবড়া আলাদা করার পর প্রতিটি নারকেল ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি করেন তাঁরা।

খালের পাড়ে চলছে নারকেলের ছোবড়া আলাদা করার কাজ
খালের পাড়ে চলছে নারকেলের ছোবড়া আলাদা করার কাজ
গ্রামে গ্রামে ঘুরে কিনে আনা হয় নারকেল
কিনে আনা নারকেল বস্তায় ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে
গুনে গুনে নারকেল আলাদা করছে শিশুরা
ছোবড়া ছাড়াতে ব্যস্ত একজন
ছোবড়া ছাড়ানোর পর স্তূপ করে রাখা হয়েছে নারকেল
ঢাকায় পাঠানোর জন্য নারকেল ভরা হচ্ছে বস্তায়
আলাদা করে রাখা হয়েছে নারকেলের ছোবড়া। ১০০টি ছোবড়া বিক্রি হয় ৩০০ টাকায়। বিছানার জাজিম বানানোর কাজে ব্যবহার করা হয় সেগুলো