বালু ফেলায় ঝুঁকিতে বগুড়ার বাঁধ

দিন–রাত ড্রেজার দিয়ে অবৈধভাবে ফেলা হচ্ছে বালু। গত ৫ আগস্টের পর থেকে চলছে এই কর্মকাণ্ড। এতে ঝুঁকিতে পড়েছে যমুনা নদীর শহড়াবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বিপদে পড়েছে বগুড়ার ভান্ডারবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হয়েছে গোসাইবাড়ি থেকে শহড়াবাড়ি যাওয়ার সড়কটি। ঝুঁকি নিয়ে সড়কটিতে যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ি বাঁধের চিত্র নিয়ে এই ছবির গল্প।

শহড়াবাড়ি বাঁধ রক্ষায় ফেলা হয়েছে বালুভর্তি জিও ব্যাগ।
যমুনার বুকে ছুটে চলছে নৌকা।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফেলা হচ্ছে বালু।
বালু ফেলায় বাঁধে রীতিমতো ঢিবি জমে গেছে।
বালুমহালে টাঙানো হয়েছে ইজারাদারের সাইনবোর্ড।
ঢিবি থেকে বালু নিয়ে ভরা হচ্ছে ট্রাকে।
বালু সরানোর কাজে ব্যবহার করা হচ্ছে এক্সকাভেটর।
শহড়াবাড়ি খেয়াঘাট ভেঙে ফেলেছেন বালু ব্যবসায়ীরা।
প্রায় আটটি স্থানে রীতিমতো ঘর তুলে চলছে বালুর ব্যবসা।