সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলাধসে চাপা পড়া একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে টিলা ধসের ঘটনা ঘটে। সকাল আটটার দিকে উদ্ধারকাজ শুরু হয়। বেলা দেড়টার দিকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবিতে থাকছে টিলাধসের এ ঘটনার নানা দৃশ্য।