প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সড়ক, নৌ ও রেলপথে নেমেছে ঘরমুখী মানুষের ঢল। বাস, ট্রাক ও ট্রেনের ছাদে চড়ে যে যেভাবে পারছেন, গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করছেন। ছবিগুলো আজ তোলা।
যানবাহন–সংকট ও বাসে অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাকে চড়ে যাত্রা করেন বহু মানুষ। গাবতলী, ঢাকাপিকআপ ভ্যানে গাদাগাদি করে রাজধানী ছাড়ছেন মানুষ। গাবতলী, ঢাকামোটরসাইকেল স্ত্রী–সন্তানকে নিয়ে গ্রামের উদ্দেশে যাত্রা করেছেন একজন। গাবতলী, ঢাকাট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে বসে বাড়ির উদ্দেশে যাত্রা করেন বহু মানুষ। জয়দেবপুর, গাজীপুরভেতরে তিল ধারণের জায়গা ফাঁকা নেই। ট্রেনের দরজায় ঝুলে যাচ্ছেন তাঁরা। জয়দেবপুর, গাজীপুরভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চড়েছেন তাঁরা। জয়দেবপুর, গাজীপুরছুটি মেলেনি, তাই ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না মমিনুল ইসলামের। কিন্তু পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য তাদের পাঠিয়ে দিচ্ছেন বাড়ি। নিজেই এসে ট্রেন তুলে দেন তাদের। ট্রেন ছেড়ে যাওয়ার সময় সন্তানকে পরম স্নেহে বিদায় দিচ্ছেন বাবা। কমলাপুর, ঢাকা, ১৪ জুনঈদে বাড়ি ফিরতে লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। সদরঘাট, ঢাকা মালামাল মাথায় নিয়ে লঞ্চে উঠছেন একটি পরিবারের সদস্যরা। সদরঘাট, ঢাকা লঞ্চের ভেতরে গাদাগাদি করে গ্রামে যাচ্ছেন তাঁরা। সদরঘাট, ঢাকা