ছুটিতে বেপরোয়া মোটরসাইকেল চলাচল

ঈদের ছুটিতে বেপরোয়া গতিতে চলাচল করেন বাইকাররা। নিয়মনীতির তোয়াক্কা না করে তিন থেকে চারজন এক মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়িয়েছেন। হেলমেট ব্যবহারেও দেখা গেছে অনীহা। মোটরসাইকেলে তিনজন ওঠা, হেলমেট পরিধান না করা, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ কাগজবিহীন বিভিন্ন গাড়িকে মাঝেমধ্যে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত। তবু বাড়ছে না সচেতনতা। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বিভিন্ন এলাকায় তোলা ছবি নিয়ে এই ছবির গল্প:

মোটরসাইকেল তো নয় যেন জেটবিমান, চোখের পলকেই নাই
মোটরসাইকেল তো নয় যেন জেটবিমান, চোখের পলকেই নাই
পুরো পরিবারের চারজন ঝুঁকি নিয়ে চলেছেন এক মোটরসাইকেলে
পুরো পরিবারের চারজন ঝুঁকি নিয়ে চলেছেন এক মোটরসাইকেলে
এক মোটরসাইকেলে হেলমেট ছাড়া চলেছেন তিনজন
এক মোটরসাইকেলে হেলমেট ছাড়া চলেছেন তিনজন
ব্যাগবোঁচকা বেঁধে চলেছেন পুরো পরিবারের চারজন
পরিবারের চার সদস্য চলেছেন এক মোটরসাইকেলে
হেলমেট থাকলেও তা পরেন না অনেকে, তা ছাড়াও তিনজন একসঙ্গে
ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও এ ধরনের প্রবণতা থাকে মোটরসাইকেলের চালকদের পুরো পরিবারের চারজন ঝুঁকি নিয়ে চলেছেন এক মোটরসাইকেলে