দেশের বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারসহ নানা দাবিতে আজ সোমবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, অবস্থান ও মিছিল করেছেন তাঁরা। এ সময় অনেক স্থানে তাঁদের বাধা দেয় পুলিশ, চালানো হয় ধরপাকড়।

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এক শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, সিলেট
আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, সিলেট
সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। নোয়াখালী জিলা স্কুলের সামনে, চার লেন সড়কে, মাইজদী, নোয়াখালী
৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। বিনোদপুর এলাকা, রাজশাহী
বিক্ষোভ সমাবেশে কালো পতাকা হাতে শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে
সড়কের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। চৌড়হাস মোড়, কুষ্টিয়া শহর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। নথুল্লাবাদ এলাকা, বরিশাল
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে এক শিক্ষার্থীকে আটক করা হয়। চেরাগী পাহাড় এলাকা, চট্টগ্রাম
শিক্ষার্থীরা সড়কে বসে স্লোগান দিতে থাকলে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা এদিক-সেদিক ছুটতে থাকেন। চেরাগী মোড়, চট্টগ্রাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়ার প্রতিবাদে দেয়াললিখন। গির্জা মহল্লা, বরিশাল