বর্ণমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজন করেছে ‘বর্ণমেলা’। আজ সকালে এর উদ্বোধন হয়েছে রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে। এ আয়োজন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার বর্ণ, ভাষা ও বাংলা ভাষা আন্দোলনের মহিমা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম আলো নিয়মিত এ মেলা আয়োজন করছে। এ আয়োজনে সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সহযোগিতা করছে সেপনিল, সুপারমম ও প্রচার সহযোগী এটিএন বাংলা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে বর্ণমেলার উদ্বোধন হয়
বর্ণমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে অদিতি মহসিন, রাহুল আনন্দ, ফেরদৌস আহমেদ, ত্রপা মজুমদার, বিদ্যা সিনহা মিম, আনিসুল হক, জেসমিন জামান
মেলায় আসা এক শিশুর গালে শহীদ মিনার একে দিচ্ছেন এক শিল্পী
রূপকথার বর্ণ অঙ্কন প্রতিযোগিতায় আঁকছে খুদে শিল্পীরা
রঙিন হাতের ছাপ দিতে হাত রাঙিয়ে নিচ্ছে মেলায় আসা খুদে শিল্পীরা
হাতেখড়ি নিচ্ছে শিশুসাহিত্যিক আখতার হুসেনের কাছ থেকে
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাছ থেকে শিশুর ছবি আঁকা দেখছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ
রনো পা এবং জোকার সেজে এসে শিশুদের বিনোদন দিচ্ছেন কয়েকজন
অনুষ্ঠান সঞ্চালনা করেন খায়রুল বাসার ও মৌসুমী মৌ
নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা
এক্সেল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীর পরিবেশনা
কবিতা আবৃতি করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী