বগুড়ার লাচ্ছা সেমাই

স্বাদে ও গুণে অনন্য বগুড়ার লাচ্ছা সেমাই। জেলাজুড়েই হাজারখানেক লাচ্ছা সেমাইয়ের কারখানা রয়েছে। সম্প্রতি বগুড়া সদর উপজেলার চাঁদমুহা হরিপুর গ্রামের একটি কারখানা ও বগুড়া শহরের সূত্রাপুর এলাকার একটি কারখানায় লাচ্ছা সেমাই তৈরির শেষ মুহূর্ত

লাচ্ছা তৈরির জন্য খামির মেখে সুতার মতো করে রাখা হয়েছে
লাচ্ছা তৈরির জন্য খামির মেখে সুতার মতো করে রাখা হয়েছে
ময়দার খামিরে মাখানোর জন্য ডালডা ঢেলে নিচ্ছেন এক কারিগর
ময়দার খামিরে মাখানোর জন্য ডালডা ঢেলে নিচ্ছেন এক কারিগর
লাচ্ছা সেমাই তৈরির জন্য ময়দার মণ্ডকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতার মতো বানাচ্ছেন এক কারিগর
লাচ্ছা সেমাই তৈরির জন্য ময়দার মণ্ডকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতার মতো বানাচ্ছেন এক কারিগর
হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার সুতা তৈরি করছেন কারিগরেরা
ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই
ভাজা লাচ্ছা তেল থেকে তোলা হচ্ছে
লাচ্ছা সেমাই তৈরির বিশাল কর্মযজ্ঞ
ঈদ ঘিরে সরগরম লাচ্ছা সেমাই তৈরির কারখানা
ভাজা লাচ্ছা সেমাই খাঁচায় সাজিয়ে রাখা হয়েছে
স্বাদে ও গুণে অনন্য বগুড়ার লাচ্ছা সেমাই