প্রতিবছর চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তালপাখার চাহিদা বেড়ে যায়। এই সময়ে কাহালুর আড়োলা, যোগীরভবন গ্রামজুড়ে ঘরে ঘরে পাখা তৈরির ধুম পড়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারিগরেরা বাড়ির উঠানজুড়ে দল বেঁধে হাতপাখা তৈরির কাজ করেন। গরমে হাতপাখাই ছিল গ্রামের মানুষের ভরসা। বর্তমানে কারিগরপাড়ায় হর্তন, ঘুরকি, তেওয়াল ঘুরকি, ডাগুর পাখা, পকেট পাখা, নকশা পাখাসহ নানা ধরনের পাখা তৈরি হচ্ছে। বগুড়ার কাহালু উপজেলার আড়োলা ও যোগীরভবন গ্রাম ঘুরে পাখার কারিগরদের কর্মযজ্ঞের চিত্র নিয়ে এই ছবির গল্প।