আম কুড়াতে সুখ

গাছে গাছে এখন আম পাকতে শুরু করেছে। মৌসুমি এই ফলকে ঘিরে শিশু–কিশোরদের আগ্রহের শেষ নেই। সুস্বাদু এই ফলের চাহিদাও বেশ। পাকা আমের গন্ধ পেলেই শিশু-কিশোরেরা ছুটে যাচ্ছে গাছের কাছে। ছবিগুলো রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকা থেকে তোলা।

আম পাড়তে গাছে চড়েছে শিশুটি।
আম পাড়তে গাছে চড়েছে শিশুটি।
পাকা আম পেয়ে দারুণ খুশি ওরা।
কোন আমটি কে খাবে।
পাকা আম কুড়াচ্ছে শিশুটি।
সবাই মিলে চলছে আম খাওয়া।
আম পাড়তে গাছে উঠছে এক শিশু।
মাকেও সঙ্গে এনেছে শিশুটি।
কাঁচা আম পেড়ে চলছে ভর্তা খাওয়া।