একটি বানরের গল্প

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে অসুস্থ একটি বানর। বানরটিকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এ এস কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে। তবে তাকে রাখা, দেখাশোনা ও ওষুধ খাওয়ানোর কাজ করছে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ের কর্মীরা।

নিজ থেকে চিকিৎসা নিতে আসা বানরটির চোখের চারপাশে ফোঁটা ফোঁটা লাল রং।
নিজ থেকে চিকিৎসা নিতে আসা বানরটির চোখের চারপাশে ফোঁটা ফোঁটা লাল রং।
বন্য প্রাণী সংরক্ষণ কার্যালয়ের কর্মীরা বানরটিকে কলা খাওয়ানোর চেষ্টা করছেন।
বন্য প্রাণী সংরক্ষণ কার্যালয়ের বারান্দায় বসে আছে বানরটি।
ক্ষত স্থানে হাত দিয়ে দেখছে।
আক্রান্ত বানরটি ক্লান্ত হয়ে বসে আছে।
ব্যান্ডেজগুলো ময়লা হয়ে যাওয়ায় তা খুলে ফেলা হচ্ছে।
খাঁচায় বন্দী করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
হাসপাতালে নিতে গাড়িতে তোলা হয়েছে।
ক্ষত স্থান পরিষ্কার করছেন চিকিৎসকেরা।
চিকিৎসা করার জন্য বানরটিকে জালে ঢোকানো হয়।
ক্ষত বেশি হওয়ায় তা ভালোভাবে ড্রেসিং করা হচ্ছে।