চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে। এমন বৃষ্টি থাকবে আরও দুই দিন। ভোর থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো তোলা। ছবি: জুয়েল শীল

কোমরসমান পানি ডিঙিয়ে চলতে হচ্ছে মানুষকে।
পানি মাড়িয়ে আসছে একটি দোতলা বাস।
জলাবদ্ধতার কারণে সড়কের এক পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
রিকশার পা রাখার জায়গাও পানিতে ডুবে গেছে।
জুতা হাতে নিয়ে কোমরসমান পানি মাড়িয়ে চলছেন দুজন।
ছেলের হাত ধরে সতর্কভাবে যাচ্ছেন এক অভিভাবক।
পানির মধ্যে বাসে উঠেছে মানুষ।
সড়কের এক পাশ দিয়ে সতর্কভাবে চলাচল করছে মানুষ।
সড়ক বিভাজকের লোহার গ্রিল ধরে যাচ্ছে পথচারীরা।
পানির মধ্যে ভ্যানে যাচ্ছে যাত্রীরা।
দোকানের ভেতর থেকে বালতিতে করে পানি ফেলা হচ্ছে।