ফ্লোরিডার সৈকতে সার্ফিং

সমুদ্রসৈকতে পর্যটকদের আকর্ষণে নানান আয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ঐতিহাসিক ‘লেক ওয়ার্থ বিচে।’ ছুটি কাটাতে আসা নানান বয়সের পর্যটকেরা সমুদ্রসৈকতে বিনোদনের লক্ষ্যে বিচ ভলি, মাছ ধরা, প্যারা গ্লাইডিং, সার্ফিংসহ বিভিন্ন খেলাধুলায় যুক্ত থাকেন। সার্ফিং করতে আসা পর্যটকদের নিয়ে এবারের ছবির গল্প।

ঐতিহাসিক লেক ওয়ার্থ সমুদ্রসৈকতে সার্ফিংয়ের চেষ্টারত শিশু
ঐতিহাসিক লেক ওয়ার্থ সমুদ্রসৈকতে সার্ফিংয়ের চেষ্টারত শিশু
সমুদ্রের ঢেউয়ের অপেক্ষায় সার্ফাররা
সার্ফিং শুরুর চেষ্টা
ঢেউয়ের অনুকূলে সার্ফার
সার্ফিং শুরু করেছেন এক পর্যটক
একজন সার্ফিং করছেন, অন্যজন চেষ্টা করছেন
অভিজ্ঞ এক সার্ফার সার্ফিং করছেন
নানান বয়সী সার্ফারসহ পর্যটকেরা
সার্ফিং করার চেষ্টায় কয়েকজন
সার্ফিংয়ের কৌশল শেখাচ্ছেন প্রশিক্ষক
লেক ওয়ার্থ সমুদ্রসৈকত