বৃষ্টিতে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে শুরু করে। সকাল সাড়ে নয়টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই বের হতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। বিরূপ এই আবহাওয়ায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা। রোববার দেশের বিভিন্ন এলাকা তোলা ছবি নিয়ে এই ছবির গল্প।

এইচএসসি পরীক্ষা শেষে শুরু হয় ভারী বৃষ্টি। এতে বিপাকে পড়েন পরীক্ষার্থীসহ অভিভাবকেরা। কেউ ছাতা, আবার কেউ ফাইল দিয়ে মাথা ঢেকে বাড়িতে ফেরেন। লিবার্টি মোড়, কুমিল্লা
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এতে অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টির কারণে পরীক্ষা শুরু হওয়ার পরও অনেককে আসতে দেখা যায়। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে পড়ায় চোখ বুলিয়ে নিতে দেখা যায় শিক্ষার্থীদের। মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ কেন্দ্র, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে শেষবারের মতো বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছেন পরীক্ষার্থী। পাশে উদ্বিগ্ন মা দাঁড়িয়ে আছেন। বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্র, রংপুর
পরীক্ষা শুরু হওয়ার আগে শেষবার পড়ায় চোখ বুলিয়ে নিচ্ছেন পরীক্ষার্থী। খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে
কেন্দ্রে প্রবেশ করে নোটিশ বোর্ডে টাঙানো আসনবিন্যাস দেখে নিচ্ছেন পরীক্ষার্থীরা। সরকার ইয়াসিন কলেজ, সদর উপজেলা, ফরিদপুর
কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের অপেক্ষা। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, রংপুর
কেন্দ্রের ভেতরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, আর ফটকের সামনে উৎকণ্ঠিত অভিভাবকেরা। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ফটক, বগুড়া
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থীরা
পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মধ্যে প্রথম আলো পত্রিকা বিনা মূল্যে বিতরণ করা হয়, সহযোগিতায় ছিল উত্তরা ইউনিভার্সিটি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রের সামনে
পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় এক শিক্ষার্থীকে তাঁর অভিভাবক আদর করে দিচ্ছেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে, ঢাকা