দা, ছুরি–চাকুর চাহিদা সারা বছর থাকলেও কোরবানি সামনে রেখে তা বেড়ে যায় কয়েক গুণ। এই ঈদে গরু–খাসি কাটাকুটির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় এগুলোর। সেই দা–ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। কামারপল্লিতে প্রায় ৪০টি দোকান রয়েছে। সব কটি দোকানে চলছে বিপুল কর্মযজ্ঞ। প্রতিটি দা–ছুরি আকার ও মানভেদে ২০০ থেকে ২ হাজার টাকার মধ্যে বিক্রি করছেন কামারেরা। কামারপল্লির ব্যস্ততার চিত্র নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।