কোরবানি সামনে রেখে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

দা, ছুরি–চাকুর চাহিদা সারা বছর থাকলেও কোরবানি সামনে রেখে তা বেড়ে যায় কয়েক গুণ। এই ঈদে গরু–খাসি কাটাকুটির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় এগুলোর। সেই দা–ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। কামারপল্লিতে প্রায় ৪০টি দোকান রয়েছে। সব কটি দোকানে চলছে বিপুল কর্মযজ্ঞ। প্রতিটি দা–ছুরি আকার ও মানভেদে ২০০ থেকে ২ হাজার টাকার মধ্যে বিক্রি করছেন কামারেরা। কামারপল্লির ব্যস্ততার চিত্র নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

ভালো মানের দা, ছুরি তৈরির জন্য গাড়ির স্প্রিংয়ের ইস্পাত ব্যবহার করেন কামারপল্লির কারিগরেরা।
ভালো মানের দা, ছুরি তৈরির জন্য গাড়ির স্প্রিংয়ের ইস্পাত ব্যবহার করেন কামারপল্লির কারিগরেরা।
লোহা নরম করার জন্য আগুনে পুড়িয়ে নিচ্ছেন কারিগর।
লোহা গরম হওয়ার পর হাতুড়ি দিয়ে পিটিয়ে দা তৈরি করছেন দুই কারিগর।
তৈরি শেষে লোহা ঠান্ডা করার জন্য পানিতে ভেজানো হচ্ছে।
ছুরিতে শাণ দিচ্ছেন কারিগর।
দা তৈরি শেষে কাঠের হাতল লাগাচ্ছেন কারিগর।
আগুনের তাপ বাড়াতে বাতাস দিচ্ছেন কারিগরের সহযোগী।
কয়লা চুলায় দেওয়ার জন্য বস্তা থেকে ঢালছেন এক শ্রমিক।
বিক্রির জন্য দো, ছুরি, চাকু সাজিয়ে রাখা হয়েছে।