কুমিল্লার বরুড়া উপজেলা আখ চাষের জন্য প্রসিদ্ধ। এখন চলছে আখের ভরা মৌসুম। ব্যস্ত সময় পার করছেন আখচাষিরা। কেউ আখ কাটছেন, আবার কেউ আখ বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন। এ বছর আখের ভালো দাম পাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন আখচাষি। প্রতিটি আখ আকার ও মানভেদে পাইকারি ৪০-৫৫ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। মাঠ ও বাজার ঘুরে আখ নিয়ে কর্মযজ্ঞ তুলে ধরা হলো।