আখের ভরা মৌসুম

কুমিল্লার বরুড়া উপজেলা আখ চাষের জন্য প্রসিদ্ধ। এখন চলছে আখের ভরা মৌসুম। ব্যস্ত সময় পার করছেন আখচাষিরা। কেউ আখ কাটছেন, আবার কেউ আখ বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন। এ বছর আখের ভালো দাম পাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন আখচাষি। প্রতিটি আখ আকার ও মানভেদে পাইকারি ৪০-৫৫ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়।  মাঠ ও বাজার ঘুরে আখ নিয়ে কর্মযজ্ঞ তুলে ধরা হলো।

খেতে সারি সারি পরিপক্ব আখ।
খেতে সারি সারি পরিপক্ব আখ।
খেত থেকে বিক্রির জন্য আখ কাটছেন এক চাষি।
আখ কাটার পর তা কাঁধে করে নিয়ে এক জায়গায় জড়ো করা হচ্ছে।
খেত থেকে কাটা আখ গুছিয়ে নিচ্ছেন এক চাষি। এরপর আঁটি বাঁধা হবে।
আখের আঁটি বাঁধছেন এক চাষি। প্রতি আঁটিতে ২০টির মতো আখ আছে।
আখের আঁটি ভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী।
আখের মাথায় থাকা পাতা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আখ কেটে পরিষ্কার করার পর আখের পাতা নিয়ে যাচ্ছেন এক চাষি।
খুচরা বাজারে বিক্রির আগে পুরো আখ ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন এক বিক্রেতা।
আখ কেটে ছোট ছোট টুকরা করার পর নানা দামে তা বিক্রি করা হয়।