বিভিন্ন কারণে পয়লা বৈশাখ উদ্যাপন করতে পারেনি খুলনা বিশ্ববিদ্যালয়। তাই বৈশাখের শেষে দিকে এসে আয়োজন হয় বৈশাখী উৎসবের। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ডিসিপ্লিনের একটি করে স্টল দিয়ে সাজানো হয় মেলাটি। গত শনিবার চলমান দাবদাহ ভুলে শত শত মানুষ উপস্থিত হয় বৈশাখী উৎসবে। বৈশাখী উৎসবের বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প।
ক্যাম্পাসের সড়ক সাজানো হয় আলপনায়।গরমে বরফ কুচি খেতে ভিড়। বেলুন–বাঁশি বাজিয়ে ক্রেতা আকর্ষণে এক শিক্ষার্থী। মাটির তৈরি পুতুলের স্টলে। বিভিন্ন পিঠাপুলি ও খাবারের বাহার।স্টলের স্মৃতি রাখতে শিক্ষার্থীদের সেলফি। বাতাসে বুদ্বুদ ওড়ানোয় মগ্ন এক তরুণী। স্টলে সাজিয়ে রাখা হচ্ছে গয়না।বৈশাখী উৎসবে চলছে বেচাকেনা। নাগরদোলায় দুলছে অনেকে। বাবার ঘাড়ে বসে চরকি খেলনায় মগ্ন শিশু।শিক্ষার্থীদের উপস্থাপনায় নৃত্য চলছে।