পয়লা বৈশাখ উপলক্ষে ১০ থেকে ১৫ দিন ধরে বিভিন্ন জায়গায় চলবে বৈশাখী মেলা। মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি পুতুল ও বিভিন্ন জিনিস। তাই পালপাড়ায় শেষ মুহূর্তে দেখা যায় কর্মব্যস্ততা। পালদের পরিবারের সবাই ব্যস্ত কাজে। খুলনার দিঘলিয়া উপজেলার গত বুধবার সেনহাটি পালপাড়ার।