কাশফুলের শোভা

শরৎ আর কাশফুল যেন সমার্থক। এ সময় খোলা প্রান্তরে, মাঠে, নদীর ধারে—নানা জায়গায় শোভা ছড়ায় কাশফুল। শুভ্র এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান অনেকে। ছবিগুলো গত শুক্রবার খুলনার সোনাডাঙ্গা ময়ূরী আবাসিক এলাকায় তোলা।

কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ঢল।
কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ঢল।
কাশফুল সংগ্রহ করছেন কয়েকজন তরুণ-তরুণী।
কাশবনে ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন তরুণী।
মুখোশ পরে কাশবনে এসেছেন এক তরুণ।
প্রিয়জনের ছবি তুলছেন এক ব্যক্তি।
কাশবনে ঘুরতে এসে ফুল তুলছেন কয়েকজন তরুণী।
‘সাদা খরগোশের’ হেলমেট পরে মোটরসাইকেলে যাচ্ছেন এক তরুণ।
বিশেষ ভঙিতে ছবি তুলছেন এক তরুণী।
কাশফুলের সঙ্গে সেলফি তুলছেন এক দম্পতি।
স্বামী-সন্তানকে ফ্রেমবন্দী করছেন এক নারী।