সুরমার ঘাটে আবর্জনা

সিলেট নগরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদী পারাপারের জন্য রয়েছে কয়েকটি খেয়াঘাট। ঘাট লাগোয়া তীরের বাসিন্দা ও ব্যবসায়ীরা সেখানে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক সময় বৃষ্টির পানিতে ভেসে ঘাট থেকে নদীতে গিয়ে পড়ে আবর্জনা। এতে দূষিত হচ্ছে নদী। ছবিগুলো সম্প্রতি সুরমা নদীর বিভিন্ন ঘাট থেকে তোলা।

কালীঘাট এলাকার তীরটি আবর্জনায় ছেয়ে গেছে
কালীঘাট এলাকার তীরটি আবর্জনায় ছেয়ে গেছে
ছড়ার পাড় এলাকার ঘাটে ময়লা-আবর্জনার স্তূপ
নদীর কাছেই আবর্জনা ফেলা হয়
পানি বাড়লে ঘাটের আবর্জনা নদীতে ভেসে যায়
সুরমা নদীর শেখঘাটের চিত্র এটি
নগরের কলাপাড়া আবাসিক এলাকার খেয়াঘাটেও আছে আবর্জনা