গোলাপবাগানে চলছে পরিচর্যা

সাভারের বিরুলিয়ায় গোলাপগ্রামে চলছে ফুলচাষিদের ব্যস্ততা। শীত শুরু হতেই গাছ পরিচর্যায় নেমে পড়েছেন চাষিরা। বিভিন্ন জাতের গোলাপ ফুলের গাছের গোড়ায় জন্মে থাকা আগাছা ও ঘাস নিড়াচ্ছেন, ডালপালা কাটা ও গোবর সারসহ রাসায়নিক সার দিচ্ছেন। আগেভাগে যাঁরা এ কাজ করেছেন, তাঁরা ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছেন। সেসব বাগানে ফুল বড় হচ্ছে দ্রুত। গত শুক্রবার (২২ নভেম্বর) ছবিগুলো তোলা।

গোলাপবাগানের জমি নিড়ানোর কাজে ব্যস্ত কৃষি শ্রমিকেরা। এ কাজে তাঁরা দিনে মজুরি পান ৫০০ টাকা।
দুই সারির মাঝবরাবর নিড়াতে নিড়াতে এগোচ্ছেন এক শ্রমিক।
দিগন্তজোড়া গোলাপবাগান। এই এলাকাকে যা বানিয়েছে ‘গোলাপগ্রাম’।
ফুটন্ত গোলাপের সৌন্দর্য সব সময়ই শুভ্রতা ছড়িয়ে দেয়।
সারি সারি গাছের মাঝে দুটি ফুল বেড়ে উঠেছে তরতরিয়ে।
গোলাপবাগানে চলছে নিড়ানির কাজ।
গাছের ডগায় ফুটে আছে মনোমুগ্ধকর গোলাপ।
হলুদ গোলাপ ফুলের চাষ হয়েছে এক বাগানে।
সারির মাঝে আগাছা নিড়ানোর কাজ করছেন কৃষি শ্রমিকেরা।