ঋতুরাজ বসন্তে ফুটে পলাশ। ফাগুনকে বরণ করে নেয় এ ফুল। গান কিংবা সাহিত্যে পলাশের রূপের বন্দনা উঠে এসেছে বিভিন্ন সময়। বসন্তের এ সময়ে পলাশের ডালে পাখি আর মৌমাছির আনাগোনা বেড়ে যায়। এসব ছবি সম্প্রতি পাবনার বিভিন্ন এলাকা থেকে তোলা—
পলাশ ফুলে মধুর সন্ধানে একটি বেগুনি মৌটুসিপলাশের ডালে বসেছে বেগুনি মৌটুসিএ পাখি নীল টুনি, দুর্গা টুনটুনি বা মধুচুষকি নামেও পরিচিতরক্তিম পলাশের মাঝে একটি বেগুনি মৌটুসিডানা মেলে উড়ে চলেছে একটি বেগুনিকোমর মৌটুসিমধু খেতে পাখিদের সঙ্গে এসেছে মৌমাছিরাওপলাশের ডাল থেকে উড়াল দিয়েছে একটি বেগুনিকোমর মৌটুসিপলাশের ডালে এসে বসেছে একটি বুলবুলিরক্তিম পলাশের ডালে বসে আছে সবুজ টিয়া পাখিপলাশের ডালে দেখা মিলেছে কাঠবিড়ালিরও।