ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি সড়কে চলছে উন্নয়নকাজ। কোনোটি খোঁড়া হয়েছে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য; কোনো সড়ক কাটা হয়েছে বিদ্যুতের লাইন বসাতে। দুই মাস আগে শুরু হয়ে এখনো কাজ শেষ হয়নি—এমন সড়কও রয়েছে। এ কারণে ভোগান্তি শেষ হচ্ছে না এসব সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের। ছবিগুলো শনিবার তোলা।