বড়গাঙের নীলাভ পানি

পাহাড়-টিলা, হাওর-বাঁওড় আর নদ-নদীর সৌন্দর্যে ভরপুর সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা। এই উপজেলার অন্যতম প্রধান নদ ‘বড়গাং’। ভারত-বাংলাদেশ সীমান্তে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে সারি নদীর কালিঞ্জী এলাকা থেকে শাখা নদ হিসেবে বেরিয়ে আসে বড়গাং। নদটি বাইরাখেল ও লমনীগ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আনন্দবাজার এলাকায় আবারও সারি নদীতে মিলিত হয়েছে। যত্রতত্রভাবে বালু-পাথর তোলা বন্ধ থাকায় যেন প্রাণ ফিরে পেয়েছে এই বড়গাং। নীলাভ স্বচ্ছ পানিতে নদটির সৌন্দর্য উপভোগের এখনই সময়। সম্প্রতি নদর ফেরিঘাট এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আর সবুজ গাছগাছালি। পাশ দিয়ে বয়ে চলেছে বড়গাং।
সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আর সবুজ গাছগাছালি। পাশ দিয়ে বয়ে চলেছে বড়গাং।
যত্রতত্র বালু ও পাথর তোলা বন্ধ থাকায় যেন প্রাণ ফিরে পেয়েছে বড়গাং।
যত্রতত্র বালু ও পাথর তোলা বন্ধ থাকায় যেন প্রাণ ফিরে পেয়েছে বড়গাং।
নদের ঘাটে স্বচ্ছ পানিতে ভিড়িয়ে রাখা নৌকা।
নদের ঘাটে স্বচ্ছ পানিতে ভিড়িয়ে রাখা নৌকা।
নদের স্বচ্ছ পানিতে বড়শি দিয়ে মাছ শিকারে বসেছেন এক তরুণ।
বালু তোলা বন্ধ থাকায় অলস পড়ে আছে নৌকাগুলো।
নদের অপরূপ সৌন্দর্য নজর কাড়ে সবার।
নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন স্থানীয় লোকজন।
শরতের এই সময়ে যত দূর চোখ যায়, সবুজ গাছে ঢাকা পাহাড় আর নদের নীলাভ পানি।