পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে শেষ সময়ে আজ বৃহস্পতিবার অনেকটা স্বস্তিতে ঢাকা থেকে যাত্রা করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল কিংবা গাবতলী এলাকা, কোথাও যাত্রীর চাপ নেই। জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জানায়, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে বৃহস্পতিবার। এর আগে অনেকেই রাজধানী ছেড়েছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে। ফলে আজ অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা।