চট্টগ্রাম শহরে বৃষ্টিতে দুর্ভোগ

কয়েক দিন ধরে চট্টগ্রাম শহরের আকাশ গুমোট হয়ে ছিল। তবে গতকাল বুধবার সন্ধ্যা ও রাতে শহরে কিছুটা বৃষ্টি হয়। নগরের আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র আমবাগান দপ্তর জানায়, এ সময় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজ বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় আবারও বৃষ্টি হয়েছে। সকালে প্রায় ঘণ্টাখানেক বৃষ্টির পর ঘর থেকে বের হওয়া মানুষ পড়েন দুর্ভোগে। ছবিগুলো আজ সকালে চট্টগ্রাম শহরের দেওয়ানহাট ও রেলস্টেশন থেকে তোলা।

ছোট ছাতার নিচে দুজন। বৃষ্টি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
যানজটে পড়ে ভিজে যাচ্ছেন মোটরসাইকেলে থাকা আরোহীরা।
বৃষ্টিতে ভিজে কাদাপানি মাড়িয়ে টেম্পোতে উঠছেন এক যাত্রী।
সিএনজিচালিত অটোরিকশার পেছনের অংশের যাত্রীদেরও ভিজিয়ে দিচ্ছে বৃষ্টি।
বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যাচ্ছেন লোকজন।
মালবাহী ট্রাকের ওপর বৃষ্টিতে ভিজে মজা করছেন কিছু তরুণ।
ঝুম বৃষ্টিতে পথ চলা।
বৃষ্টির মধ্যে ট্রেন থেকে নেমে যাত্রীদের গন্তব্যমুখী যানবাহন পেতে বেশ ভোগান্তিতে পড়তে হয়।
রেলস্টেশনে বৃষ্টি ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেয় এক শিশু।