দুর্গম পাহাড়ে ম্রোদের বসবাস

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে ম্রো ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর মানুষদের বসবাস। মিয়ানমার সীমান্তবর্তী পানঝিড়ি, বুলু পাড়া ও মেনহাত পাড়ার অধিবাসীদের প্রধান জীবিকা জুমচাষ। জুমের ধান ও ফলন ভালোর ওপর নির্ভর করে পাহাড়বাসীদের আর্থিক সচ্ছলতা। সীমান্তবর্তী পাড়াগুলোতে যোগাযোগব্যবস্থা ভালো না, যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। এখানকার শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যঝুঁকিতে থাকে প্রতিনিয়তই।

সীমান্তবর্তী দুর্গম পাহাড়ের পানঝিড়ি ম্রো পাড়া।
অবসর সময়ে ঘরের বারান্দায় বসে আছেন ম্রো পরিবারের এক সদস্য।
বাবার কোলে এক ম্রো শিশু।
কাঠের ঢেঁকিতে জুমে হওয়া ধান থেকে চাল আলাদা করছেন এক ম্রো নারী।
কাজ শেষে ঘরে ফেরা।
সাঙ্গু নদে জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক জেলে।
খেলায় মেতেছে ম্রো শিশুরা।
জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছেন এক নারী।