যমুনা নদীর চরাঞ্চলে এবার বাদামের ব্যাপক ফলন হয়েছে। সারিয়াকান্দি উপজেলার কৃষি কর্মকর্তা আবদুল হালিমের তথ্যমতে, শুধু এই উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে প্রায় ৮৮০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। শুকনা বাদাম পাইকারিতে প্রতি মণ ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘাপাড়া ও নয়াপাড়া চরাঞ্চলে গিয়ে বাদাম চাষের এমন চিত্র পাওয়া গেছে।