চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ। তবে চট্টগ্রাম চিড়িয়াখানায় এখনো ঢুঁ মারছেন দর্শনার্থীরা। বাঘ, সিংহ, বানর, হনুমান, বিভিন্ন প্রজাতির হরিণসহ পশুপাখি দেখতে শিশু-কিশোরদের সঙ্গে এসেছেন বয়স্করাও। চিড়িয়াখানার রাইডগুলোতে চড়েও আনন্দ করছে শিশুরা। গত বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল।

উল্লুকের ছবি তুলছেন দর্শনার্থীরা।
জেব্রার গায়ে হাত দিচ্ছে এক শিশু।
জলহস্তী দেখতে দর্শনার্থীদের ভিড়।
দর্শনার্থীর হাত থেকে বাদাম নিচ্ছে এক বানর শাবক।
ময়ূরের খাঁচায় গাছের নিচে দেখা যায় একটি ডিম।
চিড়িয়াখানায় দোলনায় শিশুদের আনন্দ।
পেখম মেলেছে ময়ূর।
খাঁচার ভেতর বসে আছে বাঘ।
জেব্রার খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়।
পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানায় আসেন দর্শনার্থীরা।