ধাপের হাটের ভাজাপোড়া

বগুড়ার বড় একটি হাট, ‘ধাপ সুলতানগঞ্জ হাট’। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সপ্তাহে দুই দিন—রবি ও বৃহস্পতিবার এই হাট বসে। হাটে ভাজাপোড়ার দোকান দিয়ে জীবন ও জীবিকা নির্বাহ করেন অনেকেই। বিক্রির জন্য হাটেই বিভিন্ন ধরনের ভাজাপোড়ার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ধাপের হাটে সারি সারি ভাজাপোড়ার দোকান। খাবারগুলোর মধ্যে চানাচুর, বুট, মটরশুঁটি, ছোলার বুট ও বাদাম অন্যতম। ছবিগুলো ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া থেকে বৃহস্পতিবার তোলা।

মুখরোচক ভাজাপোড়া খাবারের পসরা সাজিয়ে বসেছেন একজন দোকানি।
বাদমের সঙ্গে চানাচুর মেশানো হচ্ছে।
বিক্রির পর খাদ্যসামগ্রী মেপে দিচ্ছেন একজন দোকানি।
বাদাম দরদাম করছেন একজন বিক্রেতা।
ডাবলি সাজাচ্ছেন একজন বিক্রেতা।
হাটে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।
চানাচুর, বাদাম, বুট সাজিয়ে রাখা হয়েছে।
ডাবলি রাখা হয়েছে।
বাদাম বিক্রি হচ্ছে।
বাদাম মেশানো চানাচুর।
ভাজা মটর রাখা হয়েছে।