কৃত্রিম হ্রদে বনের ক্ষতি

তিন বছর আগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া বনের প্রায় আড়াই হাজার একর বনভূমি ডুবিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করেছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এর একটি অংশ সংরক্ষিত ও আরেকটি অংশ রক্ষিত। সেই হ্রদে মাছ চাষ করা হচ্ছিল। এ নিয়ে ৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর বন বিভাগের লোকজন ওই দিনই বাঁধটি কেটে ফেলেন। এর এক দিনের মধ্যে পানি নেমে ভেসে ওঠে বনের ক্ষত। কৃত্রিম হ্রদে ডুবে থাকা গাছপালা মরে গেছে। সবুজ ঘন বন আর নেই। দীর্ঘদিন পানি জমে থাকায় একের পর এক পাহাড়ও ধসে পড়েছে। বাঁধ থাকা অবস্থায় ও বাঁধ কাটার পর ছবিগুলো তুলেছেন সৌরভ দাশকাইছার হামিদ

এভাবে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম হ্রদ।
এভাবে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম হ্রদ।
হ্রদের সীমানা দেখাচ্ছেন স্থানীয় এক ব্যক্তি।
হ্রদের পাশে পাহাড়ের গায়েও পড়েছে কোপ।
পাহাড়ের মাঝখান কেটে তৈরি হয় রাস্তা।
বাঁধ দেওয়ায় জমে থাকা পানি।
বাঁধ কাটার পর নেমে গেছে পানি।
পানি জমে পচে গেছে গাছগাছালি।
বাঁধ তৈরিতে খুঁটি পোতা হয়েছিল।
কাঁটা হচ্ছে কৃত্রিম হ্রদ তৈরির বাঁধ।
বাঁধ কাটায় সহায়তা করেন স্থানীয় লোকজন।
পানি নামার পর বেরিয়ে আসে হ্রদের নিচের ক্ষত।