গতকাল বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। আজ শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অনেক সড়ক এখনো পানির নিচে। অনেকেই প্রয়োজনে বের হয়ে বিপাকে পড়েন। নিউমার্কেট, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, পলাশি, আজিমপুর ঘুরে ছবিগুলো তোলা।