ঘনকুয়াশায় ঢাকা।

বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ।ঢাকা ও এর আশপাশের এলাকা ছিল ঘনকুয়াশায় ঢাকা।অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে যায়। সকালের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

উত্তরার পঞ্চবটী এলাকার বেড়িবাঁধে গাড়ি চলাচল করছিল হেডলাইট জ্বালিয়ে। ছবি: খালেদ সরকার
উত্তরার পঞ্চবটী এলাকার বেড়িবাঁধে গাড়ি চলাচল করছিল হেডলাইট জ্বালিয়ে। ছবি: খালেদ সরকার
মিরপুর আশুলিয়া বেড়িবাঁধের উত্তরা জুড়ে কুয়াশায় ঢাকা ছিল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে নয়টা পর্যন্ত সকল ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের এয়ারপোর্টে অপেক্ষা করতে দেখা যায়
ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে উড়োজাহাজগুলো অপেক্ষা করছে
সকালে ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে অভ্যন্তরীণ উড়োজাহাজগুলো অপেক্ষা করছে
কুয়াশায় বিমানের গ্লাসে শিশির বিন্দু জমে থাকায় বাইরের কিছু দেখা যায় না