দেশের বিভিন্ন স্থানে চলছে বাংলা নববর্ষ বরণ বা পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি। ঢাকা এবং চট্টগ্রামে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চরুকলা বিভাগের শিক্ষার্থীরা। দেশের নানা স্থানে বসে বৈশাখী মেলা। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে এই ছবির গল্প
প্রথম আলো ডেস্ক
একটি মুখোশে শেষ আঁচড় দিচ্ছেন এক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে, ১২ এপ্রিল
বিজ্ঞাপন
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মুখোশ তৈরি করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১২ এপ্রিল
বিজ্ঞাপন
চারুকলা বিভাগজুড়ে চলে বর্ষবরণের প্রস্তুতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১২ এপ্রিলঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পটচিত্র আঁকছেন এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ এপ্রিলপয়লা বৈশাখে বিভিন্ন জায়গায় বসে মেলা। গ্রামবাংলার মেলায় জনপ্রিয় খেলনা গাড়ি টমটম। সেটি তৈরির পর রং করছেন এক কারিগর। দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিলটমটমের খোলের ওপরের কাগজে নকশা আঁকছেন এক কারিগর। দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিল রং দিয়ে প্রস্তুত করা টমটম গাড়ির একাংশ। দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিলখোলাস গ্রামের শতাধিক পরিবার এই খেলনা তৈরির সঙ্গে জড়িত। দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিলমেলায় নেওয়ার জন্য টমটম গাড়ি বাঁধছেন কারিগর। দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিল