আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দী জীবন

সাজিয়াড়া-শেয়ারঘাটা আশ্রয়ণ প্রকল্পটি খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। প্রকল্পটি নির্মাণ করা হয়েছে নিচু জায়গায়। বর্ষা মৌসুমে এখানে পানি উঠে যায়। তখন বসবাস করা কঠিন হয়ে পড়ে। ভোগান্তি পোহায় বাসিন্দারা।

কচুরিপানায় ভর্তি শেয়ারঘাটা মরা নদীর পাশের আশ্রয়ণ প্রকল্প।
কচুরিপানায় ভর্তি শেয়ারঘাটা মরা নদীর পাশের আশ্রয়ণ প্রকল্প।
প্রায় দুই মাস ধরে প্রকল্পের ঘর, রাস্তা ডুবে আছে হাঁটুসমান পানিতে।
ঘরের উঁচু বারান্দায় বসে খেলাচ্ছলে পানিতে বড়শি পেতেছে এক শিশু।
পানিবন্দী প্রকল্পের পোষা প্রাণীও।
ঘরের মধ্যে হাঁটুপানি।
পানির সংস্পর্শে থাকতে থাকতে পায়ে ঘা হয়েছে গেছে অনেকের।
পানির কারণে অনেক পরিবার ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে।
শুকানো কাপড় নিয়ে ফিরছেন এক নারী।
টিউবওয়েলের চারপাশ ডুবে আছে পানিতে।
পানির কারণে ভোগান্তিতে আশ্রয়ণ প্রকল্পের মানুষেরা