খুলনা ও রাজশাহীতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

খুলনা ও রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার এ অনুষ্ঠানে যোগ দেয় শিক্ষার্থীরা। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এরপর ছিল নানা আয়োজন। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী এ উৎসবের আয়োজন করেছে প্রথম আলো। ছবিগুলো তুলেছেন খুলনার সাদ্দাম হোসেন ও রাজশাহীর শহীদুল ইসলাম।

খুলনায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
সেরা শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
ক্রেস্ট উঁচিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
মুঠোফোনে নিজেদের ক্রেস্টের ছবি তুলছে দুই শিক্ষার্থী। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
অডিটরিয়ামের বাইরে অপেক্ষা করছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
শিক্ষার্থীদের মধ্যে একজন গান পরিবেশন করে। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
গানের তালে তালে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
গান চলাকালে মুঠোফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে শিক্ষার্থীদের উল্লাস। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী রুপম। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
অনুষ্ঠান শেষে ক্রেস্টের সঙ্গে ছবি তুলছে শিক্ষার্থীরা। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম
রাজশাহীতে জিপিএ-৫ পাওয়া কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে গুণী শিক্ষকদের সম্মাননা জানানো হয়। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী
অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী
সংবর্ধনা অনুষ্ঠানে উল্লসিত শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী