শিশু হাসপাতালে আগুন, আতঙ্ক

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউ বিভাগে শুক্রবার বেলা দেড়টার দিকে আগুন লাগে। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন বিভাগে থাকা রোগীদের নিয়ে ভবনের বাইরে বেরিয়ে আসেন স্বজনেরা। পরে আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় কার্ডিয়াক আইসিইউ বিভাগের শয্যাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়।
আগুনে পুড়ে গেছে আইসিইউ কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা।
আগুনে কার্ডিয়াক আইসিইউ বিভাগের শয্যাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে।
আইসিইউ বিভাগের একটি কক্ষে কম্পিউটার ও শয্যায় ছাইয়ের আস্তরণ জমে আছে।
ভবনের বাইরে উৎসুক জনতার ভিড়।
বাইরে নিয়ে আসা এক শিশুর কান্না।
স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বিভিন্ন বিভাগে থাকা রোগীদের নিয়ে ভবনের বাইরে বেরিয়ে আসেন স্বজনেরা।
ওষুধসহ চিকিৎসারত শিশুকে নিয়ে হাসপাতাল ভবনের সামনের খোলা আকাশের নিচে স্বজনেরা।
নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশু ফাতেমাকে নিয়ে আতঙ্কিত মা।
নিরাপদে সন্তানকে বাইরে নিয়ে এসে আদর করছেন বাবা।
অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউ থেকে বের করে আনা দেড় বছরের শিশুকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা